পদত্যাগ করলেন খোকন


পদত্যাগ করলেন খোকন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব পদ থেকে পদত্যাগ করলেন আশরাফুল আলম খোকন। একটানা সাত বছর উপ সচিব পদে দায়িত্বে থাকা খোকন ২৮ ফ্রেব্রুয়ারী, রবিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করা খোকন সেখান থেকে পদত্যাগ পত্র্র দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্টাটাসে নিজেই তিনি তা নিশ্চিত করেছেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর করা খোকন তার ফেইসবুক টাইমলাইনে জানিয়েছেন, চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষা ছুটির সুযোগ না থাকার কারনে তিনি পদত্যাগ করেছেন।

একসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি’র মহাসচিব ও ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন। আশরাফুল আলম খোকন যুক্তরাজ্যের হফসট্রা ইউনিভার্সিটির "গণমাধ্যম, সাংবাদিকতা এবং জন-সংযোগ" বিষয়ে অধ্যয়নের বৃত্তি পান খোকন। উচ্চতর এই ডিগ্রীর জন্য চলতি মাস ফ্রেব্রুয়ারীতে তিনি যুক্তরাষ্ট্র্রে যান।