সাংবাদিক দম্পতি হত্যা চেষ্টায় ২২ জনের বিরুদ্ধে মামলা


সাংবাদিক দম্পতি হত্যা চেষ্টায় ২২ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিক দম্পতি হত্যা চেষ্টায় অভিযুক্ত প্রায় ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি নেত্রকোনার কেন্দুয়া থানায় এ মামলা করা হয়।

৭ই ফেব্রুয়ারি কেন্দুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হারেছ উদ্দিন ফকির ও তার স্ত্রী রাশিদা আক্তার খানমের ওপরে তার নিজ বাসায় আব্দুল ওয়াহাব, শহীদুল, আবু তালেব, আজমল, টিপু ও তাদের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা ওই সাংবাদিককে মারধর করার পাশাপাশি বাড়ি ভাঙচুর করে লুটপাট চালায়।

একই সাথে তার স্ত্রীকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। খবর পেয়ে স্বজনরা হামলাকারীদের কাছ থেকে ঐ দম্পতিকে উদ্ধার করে।

হামলাকারীরা কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় গত বুধবার আদালতের নির্দেশে দ্রুত বিচার আইনে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে  মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।