মুশতাকের মৃত্যু: ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া লিখেছেন..


মুশতাকের মৃত্যু: ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া লিখেছেন..

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, দুইদিন আগেও মুশতাক সুস্থ ছিলেন। তাঁর এমন মৃত্যু বিশ্বাসযোগ্য নয়। 

এ প্রসঙ্গে ফেসবুকে ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া লিখেছেন-

"২৩ ফেব্রুয়ারী সিএমএম আদালতে হাজিরা দিতে এসে যিনি সুস্থ সেই মুশতাক আহমেদ হটাৎ স্ট্রোক করে ২৫ তারিখ মারা যাবেন তা আমার বিশ্বাস হয় না। কারণ কার্টুনিস্ট কিশোরকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়া হয়েছে, পা ভেঙ্গে দেয়া হয়েছে। কানে পুঁজ জমছে অথচ চিকিৎসা নেই। যদি তার স্বাভাবিক মৃত্যুও হয়ে থাকে তবুও এর তদন্ত চাই নিরপেক্ষ কোন কমিটির মাধ্যমে। আগামী সপ্তাহে কার্টুনিস্ট কিশোর ও মুস্তাকের হাইকোর্টে জামিন শুনানী হওয়ার কথা।"