ছেলেটাকে কারা হত্যা করল একটু দেখতে চাই: মুজাক্কিরের বাবা


ছেলেটাকে কারা হত্যা করল একটু দেখতে চাই: মুজাক্কিরের বাবা

নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

দুপুরে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই নূর উদ্দিন। এতে জানানো হয়, মুজাক্কির সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। করোনাকালে নিজ এলাকায় অসহায় মানুষের ঘরে-ঘরে গিয়ে খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতেন তিনি। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না পরিবার আর এলাকাবাসী।

 

১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে মৃত্যুর আগেও একবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন মুজাক্কির। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর মুজাক্কিরকে নির্যাতনের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।

এদিকে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, ‘মুজাক্কিরকে নির্যাতনের ভিডিওটি আমাদের হাতে এসেছে। ভিডিওটিতে দেখা গেছে, উপজেলার কথিত সাংবাদিক রাসেল (হাসান ইমাম রাসেল) মুজাক্কিরকে গালমন্দ ও মারধর করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভিডিওটি দেখছে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।’

এছাড়া সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা কর্মসূচিতে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এসময় মুজাক্কির হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা।

মানববন্ধন করেছে ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের অন্য সংগঠনও। দুপুরে শহরের চৌরাস্তা এলাকায় আয়োজিত কর্মসূচিতে মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি জানানো হয়। সাথে স্থানীয় সাংবাদিক শাকিল আহমেদের পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন বক্তারা।