নার্স রুনুকে দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন


নার্স রুনুকে দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্সকে টিকা দেয়ার মধ্য দিয়ে দেশের টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে ৪টা ৮ মিনিটে নির্বাচিত নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। গণভবন থেকে ভার্চুয়াল টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিকা নেওয়ার আগমুহূর্তে রুনুর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ভয় পাচ্ছো না তো!’

জবাবে রুনু বলেন, ‘না’।

উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। প্রথমদিনে সর্বমোট ৩০ জনকে টিকা দেয়া হয়।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথম সারির পাঁচ শতাধিক স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আগামীকাল স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল।

আগামী ৭ ফেব্রুয়ারি ৬৪ জেলায় ব্যাপকভিত্তিক টিকাদান শুরু হবে। তবে কত দিন করোনার টিকাদান চলবে, এ বিষয়ে এখনো কেউ কিছু নিশ্চিত করতে পারেনি। এছাড়াও টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

উদ্বোধনের পর দেশের মানুষকে টিকা পেতে অনলাইনে নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরাও টিকাদানকেন্দ্রে যোগাযোগ করে তালিকাভুক্ত হতে পারবেন। করোনার টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন করতে হবে ‘সুরক্ষা’ নামক ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd)। অ্যান্ড্রয়েড বা অ্যাপল প্লে স্টোর থেকে সুরক্ষা মোবাইল অ্যাপ ডাউনলোড করেও করা যাবে নিবন্ধন।