অ্যামচ্যাম অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী


অ্যামচ্যাম অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী

করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে ‘অ্যামচ্যাম ফ্রন্টলাইন জার্নালিজম অ্যাওয়ার্ড’ পুরস্কার পেলেন দেশের ৩০ সাংবাদিক। রোববার বিকেল ৩টায় অ্যামেরিকান চেম্বার অব কমার্স-আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে, পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের উপস্থিতি ছিলেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী বলেন, করোনাকালে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সঙ্কট ও দুরবস্থার কথা তুলে ধরেছেন, তুলে এনেছেন বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনার তথ্য।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ায় বলে মানুষ গণমাধ্যমের ওপর নির্ভর করে। তাই গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহবান জানান তিনি।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, সত্য উদঘাটনে সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ পেরিয়ে সংবাদকে মানুষের কাছে তুলে ধরেন তারা। বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা করোনাকালে সেই চ্যালেঞ্জ মোকাবিলার উদাহরণ তৈরি করেছেন বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। 

টেলিভিশনের যারা এই সম্মানজনক পুরস্কারটি পেলেন:
একাত্তর টিভির মো. মেহেদী হাসান, আহমেদ রেজা-যমুনা টেলিভিশন, এটিএন বাংলার মো. শরিফুল আলম, এটিএন নিউজের সাব্বির আহমেদ, লাবনী গুহ রায়-বৈশাখী টিভি, চ্যানেল ২৪-এর জিনিয়া কবীর সূচনা, লোৎফুর রহমান ভূঁইয়া-চ্যানেল আই, ডিবিসি নিউজের বিকাশ কুমার বিশ্বাস, একুশে টিভির মেহেদী হাসান, রাজু আহমেদ-গাজী টিভি, মাছরাঙা টেলিভিশনের সাদাত হোসেন, নিউজ-২৪ এর মো. কামরুজ্জামান, সময় টিভির মো. মোজাহিদুল ইসলাম।

পত্রিকার যারা পুরস্কারটি পেয়েছেন: 
দৈনিক প্রথম আলোর সুজন মহাজন, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস-এর সাইফ উদ্দিন খন্দকার, দ্য ডেইলি স্টারের মো. রিফায়েত উল্লাহ মৃধা, দৈনিক ইত্তেফাকের জামাল উদ্দিন, দ্য বিজনের স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন, কালের কণ্ঠের মাসুদ রুমী, যুগান্তরের মো. মিজানুর রহমান চৌধুরী, ঢাকা ট্রিবিউন-এর বিলকিছ ইরানী, দৈনিক জনকণ্ঠের ফিরোজ মুন্না, বণিক বার্তার মনজুরুল ইসলাম, বাংলা ট্রিবিউনের সাদ্দিফ অভী, এবং বাংলাদেশ প্রতিদিনের মানিক মুন্তাসির।

এছাড়া অনলাইন নিউজ পোর্টাল-বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস-এর মাজহারুল আনোয়ার খান, বাংলানিউজ ২৪.কম-এর শাহেদ আলি এরশাদ, বিডিনিউজ ২৪.কম-এর কাজী নাফিয়া রহমান অ্যামচ্যাম পুরস্কার পান।