একাত্তর টিভিকে সতর্ক করলো হাইকোর্ট


একাত্তর টিভিকে সতর্ক করলো হাইকোর্ট

পলাতকদের বক্তব্য ও বিচারাধীন বিষয়ে প্রতিবেদন সম্প্রচারে একাত্তর টিভিকে সতর্ক থাকতে বলেছে হাইকোর্ট। সে সাথে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারের সাক্ষাৎকার ও সরাসরি বক্তব্য প্রচার নিয়ে একাত্তর টিভির বিরুদ্ধে দুদকের আনা অভিযোগ নিষ্পত্তি করা হয়।  তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক পিকে হালদারের সাক্ষাতকার প্রচার করার পরপরই একাত্তর টিভির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে দুদক। এই অভিযোগের পর পলাতক আসামীদের সাক্ষাৎকার প্রচারের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। একাত্তরে প্রচারিত সংবাদ ও অনুষ্ঠানের ভিডিও দেখার পর জানতে চায় একাত্তরের বক্তব্য। রবিবার একাত্তর টিভি আদালতকে জানায়, পিকে হালদারের বক্তব্য অসৎ উদ্দেশ্যে নয়, সরল বিশ্বাস ও অনুসন্ধানী সাংবাদিকতার নিরিখে প্রচার করা হয়েছে। আদালতের মর্যাদাকে খাটো করার জন্যও নয়।এছাড়া পলাতক আসামির বক্তব্য প্রচার করা যাবে না এমন কোনো আদেশও আদালতের ছিল না। ৭১ টিভির এই বক্তব্য গ্রহণ করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ একাত্তরকে সতর্ক করে অভিযোগের নিষ্পিত্তি করে। তবে দুদুক আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, একাত্তর টিভি যে বক্তব্য দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। তাদের বক্তব্যে স্পষ্ট যে, তারা জেনে বুঝেই পলাতক আসামির বক্তব্য প্রচার করেছেন। কিন্তু আদালত সে বক্তব্য আমালে নেয়নি। বিচারাধীন মামলায় পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য প্রচারের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এইবিষয়ে ব্রডকাষ্ট জার্নালিষ্ট সেন্টার, বিজেসি’র বিবৃতি আর উদ্বেগ আমলে নিয়েছে হাইকোর্ট। বিচারাধীন মামলায় পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য প্রচারের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বিষয়ে আইনজীবী ও সাংবাদিকেদের মতামত নেবে হাইকোর্ট।