অনুমোদন পেলো ১৪ আইপি টিভি


অনুমোদন পেলো ১৪ আইপি টিভি

ছবি : সংগৃহীত

 

সরকার ১৪টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনের (আইপি টিভি) অনুমোদন দিয়েছে। প্রথম পর্যায়ে শর্ত সাপেক্ষে এ ১৪টি আইপি টিভির নিবন্ধন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

৭ নভেম্বর রোববার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এগুলো হলো-মুভিবাংলা টিভি, জাগরণ টিভি, রূপসীবাংলা টিভি, হার্নেট টিভি, মাটি এন্টারটেইনমেন্ট টিভি, ফ্লিক্সআরকে টিভি, রাজধানী টিভি, ভয়েস টিভি, জেএটিভিবিডি, নিউজ ২১ বাংলা টিভি, জাগরণী টিভি, শোবাইপ্রাইম টিভি, দেশবন্ধু টিভি এবং সিএইচডিনিউজ ২৪ টিভি।

নিবন্ধনের শর্তে বলা হয়, অনুষ্ঠান তৈরি ও প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুসরণ করতে হবে। বিদ্যমান কপিরাইট আইন মেনে চলতে হবে। বাংলাদেশে বিদ্যমান সেন্সরশিপ কোড মেনে চলতে হবে। সরকার প্রবর্তিত আইন বা বিধিবিধান অনুসরণ করে নিবন্ধনের জন্য কমিশন–নির্ধারিত নিবন্ধন ফি ও বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে।

এর আগে, গত আগস্টে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন যে আইপি টিভির নিবন্ধনের জন্য তখন পর্যন্ত প্রায় ৬০০টি আবেদন জমা পড়েছিল।