সাংবাদিক শাকিল আহমেদের মামলার সুষ্ঠু তদন্ত চায় বিজেসি


সাংবাদিক শাকিল আহমেদের মামলার সুষ্ঠু তদন্ত চায় বিজেসি

ছবি : বিজেসি নিউজ

 

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসির অন্যতম ট্রাস্টি, ৭১ টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে এক নারী চিকিৎসকের দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।

৬ নভেম্বর, শনিবার বিজেসি চেয়ারম্যান ও মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান রেজোয়ানুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেসির অন্যতম ট্রাস্টি একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে এক নারী চিকিৎসকের মামলা দায়েরের খবরটি নজরে এসেছে। মামলার আগে সংবাদ সম্মেলনে ওই নারী চিকিৎসক শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণাসহ কিছু অভিযোগ আনলেও পরে বক্তব্য পরিবর্তন করেন।

সবশেষ তিনি ধর্ষণের অভিযোগে মামলাটি করেছেন। বিজেসি এ বিষয়ে শাকিল আহমেদের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। তবে যেহেতু মামলা হয়েছে তাই বিজেসি কারও বক্তব্যই গ্রহণ বা নাকচ করছে না। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, সত্য উদঘাটন ও সুবিচার চাইছে বিজেসি।

ছবি : বিজেসি নিউজ

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজেসি আশা করছে, প্রকৃত সত্য উদঘাটনের আগেই যেন কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রায়ালের শিকার না হোন; যেটি ওই নারী চিকিৎসকের সংবাদ সম্মেলনে শাকিল আহমেদের সঙ্গে জড়িয়ে উল্লেখ করা বিজেসির একজন নির্বাহীকে নিয়েও করা হচ্ছে।

নানা সময়ে গণমাধ্যমকর্মীদের বিতর্কিত করা বা গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করার যেসব চক্রান্ত চলে, এ প্রেক্ষাপটে বৃহত্তর স্বার্থে সেগুলো খতিয়ে দেখার আহ্বান জানানো হয় বিজেসির ওই বিজ্ঞপ্তিতে।