সাংবাদিক হত্যা, নির্যাতন বেড়ে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ


সাংবাদিক হত্যা, নির্যাতন বেড়ে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ছবি-সংগৃহীত

 

বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিক হত্যায় দায়মুক্তির প্রবণতা খুব বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

২ নভেম্বর, মঙ্গলবার 'সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস' উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে এ কথা বলেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর হওয়া অপরাধ আইনের সর্বশক্তি দিয়ে তদন্ত ও বিচার করতে হবে’।

ইউনেস্কো বলছে, ২০২০ সালেই সারাবিশ্বে ৬২ জন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই সংখ্যাটা ১ হাজার ২০০ জন। এসকল ঘটনার মাঝে ভয়াবহ তথ্য উঠে এসেছে। সাংবাদিক হত্যার প্রতি ১০টি ঘটনার ৯টিরই বিচার হয়নি। অনেক দেশেই দুর্নীতি, মাদক, পাচার, মানবাধিকার লঙ্ঘন কিংবা পরিবেশসংশ্লিষ্ট বিষয়গুলোয় অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের জীবন ঝুঁকিতে পড়ছে।

 

ছবি-সংগৃহীত

তাদের মতে যুক্তরাষ্ট্রে রয়েছে ফ্রিডম অব স্পিচের পূর্ণ সুযোগ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রেও ঘটেছে সাংবাদিক হত্যা। তবে সেই সংখ্যা কম। গড়ে তিন বছরে একজন।

লাতিন আমেরিকার দেশগুলোতে সাংবাদিক হত্যা সবচেয়ে করুণ। এক্ষেত্রে মেক্সিকোর অবস্থা সবচেয়ে ভয়াবহ।

এশিয়ার দেশগুলোর মধ্যে ইরাকের অবস্থা অত্যন্ত নাজুক। সাংবাদিকতার পরিবেশ নেই আফগানিস্তানেও।