কর্পোরেট নাম 'মেটা' হলেও ফেসবুক থাকছে আগের নামেই


কর্পোরেট নাম 'মেটা' হলেও  ফেসবুক থাকছে আগের নামেই

ছবি-সংগৃহীত

 

ফেসবুকের কর্পোরেট নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে ‘মেটা’। তবে এর অধীনে থাকা ফেসবুক, ইনস্ট্রাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নাম অপরিবর্তিত থাকছে।

বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক কনফারেন্স শেষে এ ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বলেন, "আমরা বিশ্বাস করি, ইন্টারনেটের উত্তরসূরী হতে যাচ্ছে মেটাভার্স।এবং এতে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেটের।

‘মেটাভার্স বা পরাবাস্তব জগৎ’প্রকল্পের অংশ হিসেবেই প্রতিষ্ঠানটির এ ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান ফেসবুক প্রতিষ্ঠাতা জার্কারবার্গ। পাঁচ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিস্তারিত পরিকল্পনাগুলোও তুলে ধরা হয়।

তবে ব্যবহারকারীদের মনে রাখতে হবে, কর্পোরেট নাম বদল হলেও ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সেবার নাম আগের মতোই থাকবে। ‘মেটা’ হবে মূলত এর প্যারেন্ট কোম্পানি।

ছয় বছর আগে গুগল যেভাবে মাদার কোম্পানি অ্যালফাবেট তৈরি করেছিল, ফেসবুকের নতুন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করা হচ্ছে বলে জানান জাকারবার্গ।