নারী সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচারকারী সেই সাংবাদিকের জামিন নামঞ্জুর


নারী সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচারকারী সেই সাংবাদিকের জামিন নামঞ্জুর

ছবি : সংগৃহীত

 

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ডিজিটাল নিরাাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

২৮ অক্টোবর, বৃহস্পতিবার শুনানি শেষে  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান তার তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ২৬ অক্টোবর, রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারী সহকর্মীর নামে অপপ্রচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৭ অক্টোবর, বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলা সূত্রে জানা যায়, সাংবাদিক ইমন তার সহকর্মীর ব্যক্তিগত কিছু তথ্য `গণমাধ্যমের কালোবিড়াল’ নামে একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এছাড়াও একই বার্তা ও পেজ লিঙ্ক শতাধিক সহকর্মীকে ইনবক্সে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইমন নিজেই এসব কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।