বিএফইউজের নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


বিএফইউজের নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ছবি : সংগৃহীত

 

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। 

 

২৩ অক্টোবর, শনিবার সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়। ঢাকাসহ সারাদেশে ১০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত একযোগে নির্বাচনের ভোটগ্রহণ হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌস ভোটার তালিকা থেকে বাদ পড়ার কারণে রিট করলে আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে ৬ অক্টোবর নির্বাচনে মহাসচিব পদের প্রার্থী দীপ আজাদের পক্ষে অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করলে আদালত ১০ অক্টোবর আদালত হাইকোর্টের দেয়া নির্বাচনের স্থগিত আদেশ প্রত্যাহার করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।

মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া, সেবিকা রানী ও মীর আফরোজ জামান।

সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

কিছু পদে একাধিক প্রতিদ্বন্দ্বি না থাকায় কয়েকজন ইতোমধ্যে বিনা প্রতিদ্বদ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।

বিএফইউজে কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার।