গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসা কলেজের শিক্ষিকা আটক
২০ অক্টোবর ২০২১, ০৬:১৫ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব, ধর্মীয় উসকানিমূলক ও মিথ্যা ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র্যাব।
২০ অক্টোবর, বুধবার সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।
তার বিরুদ্ধে দেশজুড়ে চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে গুজব, ধর্মীয় উসকানিমূলক ও মিথ্যা ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ডের বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।