‘তারেক রহমানের সঙ্গে প্রেসক্লাব নেতাদের মতবিনিময় হয়নি’


‘তারেক রহমানের সঙ্গে প্রেসক্লাব নেতাদের মতবিনিময় হয়নি’

ছবি : সংগৃহীত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করে মতবিনিময়ের খবর সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ফরিদা ইয়াসমিন।

জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক মাঈনুল আলমের পাঠানো এক বিবৃতিতে মতবিনিময়ের খবরে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কিন্তু আদালতের রায়ে দণ্ডিত বিতর্কিত রাজনৈতিক নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের আদৌ কোনো মতবিনিময় হয়নি। তাই জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক হয়েছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। জাতীয় প্রেসক্লাব এ ধরণের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়’।

প্রেসক্লাব সভাপতি আগামীতে জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করা এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।