সাংবাদিক, সাহিত্যিক রফিকুল হক মারা গেছেন


সাংবাদিক, সাহিত্যিক রফিকুল হক মারা গেছেন

ছবি : সংগৃহীত

 

দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক মারা গেছেন। ১০ অক্টোবর, রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর মুগদার নিজ বাসায় মারা যান তিনি।

বার্ধক্যজনিত নানা রোগে ভূছিলেন রফিকুল হক। করোনা মহামারিতে তিনি দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সাংবাদিক ছাড়াও তিনি শিশুসাহিত্যিক, ছড়াকার, শিশু সংগঠক, নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। তাকে সবাই ‘দাদুভাই’ বলে ডাকতেন।

১৯৭৪ সালে শিশুকিশোরদের সংগঠন ‘চাঁদের হাট’ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তার হাত ধরে দৈনিক পূর্বদেশে ‘চাদের হাট’ নামে ছোটদের একটি পাতা বের হতো। সেখান থেকেই ‘দাদুভাই’ নামে পরিচিত তৈরি হয় তার।

১৯৩৭ সালে জন্ম নেয়া প্রবীন এই সাংবাদিক বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০০৯ সালে বাংলা একাডেমি পুরস্কার, একই বছর বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি পুরস্কার, নিখিল ভারত শিশুসাহিত্য পুরস্কারসহ দেশে ও দেশের বাইরে বিভিন্ন পুরস্কার লাভ করেন।