নাট্যকার আফসার আহমেদ মারা গেছেন


নাট্যকার আফসার আহমেদ মারা গেছেন

ছবি : সংগৃহীত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য, নাট্যকার এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. আফসার আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

৯ অক্টোবর, শনিবার দুপুর হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার সকালে যশোর থেকে বিমানযোগে ঢাকায় ফিরে বিমানবন্দরে নামার পর তার হৃদক্রিয়ায় সমস্যা দেখা দেয়৷ পরে সেখান থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। কিন্তু দুপুর পৌনে ২টায় সকলকে বিদায় জানিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. আফসার আহমদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীকালে নাট্যকার ড. সেলিম আল দীনের সঙ্গে জাবিতে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন।