ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ অক্টোবর


ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ অক্টোবর

ছবি : সংগৃহীত

 

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

৬ অক্টোবর, বুধবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে ২০২০ সালের ১০ মার্চ কাজলের বিরুদ্ধে ফেসবুকে মন্ত্রী, সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমিন আরা বেলী হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পরে সে বছরের ১৪ মে কাজলকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি প্রায় ১০ মাসের দীর্ঘ তদন্তের পর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন।

চার্জশিটে কাজল তার ফেসবুক পেজে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার সংক্রান্ত ভুয়া খবর প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়।