লেখক, সাংবাদিক ফরহাদ খান মারা গেছেন


লেখক, সাংবাদিক ফরহাদ খান মারা গেছেন

ছবি : সংগৃহীত

 

ডয়চে ভেলে বাংলার সাবেক সম্পাদক, বাংলা একাডেমির সাবেক পরিচালক ও লেখক ফরহাদ খান মারা গেছেন৷ ১ অক্টোবর, শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি৷

তার মৃত্যু সংবাদটি গণমাধ্যমকে জানান বাংলা একাডেমির পরিচালক আমিনুর রহমান সুলতান৷

তিনি বলেন, ‘ফরহাদ খান দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার  চিকিৎসাও চলছিল৷ এর মধ্যে তার করোনা সংক্রমণ ধরা পড়ে। কয়েকদিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টায় মারা যান৷’

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে মিরপুর ১১ নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থানে ফরহাদ খানকে দাফন করা হয়।

ফরহাদ খানের জন্ম ১৯৪৪ সালের ২৩ ডিসেম্বর৷ পৈতৃক নিবাস কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামে৷ ১৯৭০ সালে কুষ্টিয়ার কুমারখালী কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু করেন তিনি৷ ১৯৭৩ সালে বাংলা একাডেমিতে যোগ দেন তিনি৷  সেখানে একাডেমির ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগের পরিচালক হিসেবে ২০০২ সালে অবসর নেন তিনি৷

১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ডেপুটেশনে ডয়েচে ভেলে বাংলা বিভাগে কাজ করেন তিনি৷ তারপর দেশে ফিরে গেলেও সেখান থেকেও ডয়চে ভেলে বাংলা বিভাগের হয়ে বেশ কিছু স্মরণীয় কাজ করেছেন তিনি৷ পহেলা বৈশাখ নিয়ে কলকাতার বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্যের সঙ্গে তাঁর সুদীর্ঘ আলোচনা অনেক পাঠককে মুগ্ধ করেছিল৷

সাবেক এই সহকর্মীর মৃত্যুতে ডয়চে ভেলে বাংলা বিভাগ শোক প্রকাশ করেছে৷