বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুবার্ষিকী আজ


বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ। ছবি : সংগৃহীত

 

বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালে ২৬ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সে মারা যান তিনি।

সাংবাদিক আতাউস সামাদ ছিলেন বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী এবং জাগরণী চেতনার অন্যতম নাম। ১৯৫৬ সালে সচিত্র সন্ধানী দিয়ে সাংবাদিকতা শুরু করেন, মৃত্যুর আগমুহূর্তও ছিলেন এই পেশায়।

সচিত্র সন্ধানী ছাড়াও তিনি দৈনিক আজাদ, পাকিস্তান অবজারভার, দ্য সান, বাসসে কাজ করেন। এছাড়া ১৯৮২ সালে আতাউস সামাদ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে যোগ দেন। সেখানে প্রায় একযুগ কাজ করেন তিনি।

তৎকালীন পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

এছাড়াও প্রায় ২০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খন্ডকালীন শিক্ষকতা করেন এই বরেণ্য সাংবাদিক। পরে আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক এবং ২০০৭-০৮ সালে এনটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৩৭ সালের ১২ই নভেম্বর জন্মগ্রহণ করেন আতাউস সামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইংরেজীতে মাস্টার্স করেন। পেয়েছেন একুশে পদক সহ অসংখ্য পদক।