৩ সাংবাদিকের মামলা প্রত্যাহার চায় সিপিজে


৩ সাংবাদিকের মামলা প্রত্যাহার চায় সিপিজে

ছবি : সংগৃহীত

 

তিনজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়েছে। ঐ তিন সংবাদকর্মী হলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, সাংবাদিক তাসনিম খলিল ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট- সিপিজে এ দাবি জানিয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক সংগঠন সিপিজে ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার একটি বিবৃতিতে এই দাবি জানায়। তারা বলে যে, রাজনৈতিক মন্তব্যের কারণে এই তিন সংবাদকর্মীর বিরুদ্ধে কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে তাগিদ দেয় সংগঠনটি। দ্রুত এই আইনটি বাতিলের দাবিও জানিয়েছে সিপিজে।

গত ৮ ও ১২ ই সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল কার্টুনিস্ট কিশোর, সুইডেন-ভিত্তিক 'নেত্র নিউজ'র সম্পাদক তাসনিম ও ফটো সাংবাদিক কাজলের বিরুদ্ধে গুজব ছড়ানো ও সরকারবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ গ্রহণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আরো বলা হয় বর্তমানে কিশোর ও কাজল জামিনে আছেন এবং সুইডেন প্রবাসী তাসনিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিপিজের এশিয়া বিষয়ক প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্টিভেন বাটলার বলেন, ‘রাজনৈতিক মন্তব্যের কারণে কার্টুনিস্ট কিশোর, সাংবাদিক তাসনিম ও ফটো সাংবাদিক কাজলকে বাংলাদেশ সরকার যে আইনি হয়রানি করছে তা অবিলম্বে বন্ধ করা উচিত’।

বিবৃতিতে আরো বলা হয়, তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে জানতে সিপিজের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কার্যালয় ও সংস্থার কাছে ই-মেইল করা হলেও এর কোনো উত্তর পাওয়া যায়নি।