‘গণমাধ্যম ও সরকারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে’


‘গণমাধ্যম ও সরকারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে’

ছবি : সংগৃহীত

 

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব ও হিসাবের বিবরণ চাওয়ার ঘটনা নজিরবিহীন, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।

এর মাধ্যমে গণমাধ্যম ও সরকারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলেও মনে করছেন সাংবাদিকরা নেতারা।

১৮ অক্টোবর, শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

এসময় ১১ নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে ১৯ সেপ্টেম্বর, রবিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ডাকে সাংবাদিকদের এই চার সংগঠন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, 'কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, বিএফআইইউর তখন তদন্ত করার কথা। কিন্তু, এই নেতাদের বিরুদ্ধে এমন একটি অভিযোগও ছিল না। এই ধরণের উদ্যোগ নজিরবিহীন। তারা কী কারণে এই ধরনের উদ্যোগ নিয়েছে, তা খতিয়ে দেখতে সাংবাদিকদের অনুরোধ করছি আমরা।'

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী সাংবাদিকতাবান্ধব এবং এই উদ্যোগ গণমাধ্যম ও সরকারকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের অংশ।'

বিএফইউজের একাংশের সভাপতি মোল্লা জালাল বলেন, 'আমরা বলতে চাই, তারা যদি অর্থ পাচার, অবৈধ লেনদেন বা জঙ্গিবাদে অর্থায়নের সঙ্গে আমাদের সম্পৃক্ততা সম্পর্কে কোনো তথ্য পায়, তাহলে তা গণমাধ্যমে স্বচ্ছভাবে প্রকাশ করা উচিত। যদি তারা এই ধরণের কোনো কার্যকলাপ সম্পর্কে তথ্য না পায়, তবে সেই বিষয়টিও গণমাধ্যমে প্রকাশ করা উচিত।' 

সম্মেলনে সাংবাদিক নেতারা ১১ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য  স্বচ্ছভাবে গণমাধ্যমে প্রকাশের দাবি জানান। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। ১১ সাংবাদিকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।

বিবৃতিতে বলা হয়, 'তথ্য পাওয়ার আগেই সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাবের বিবরণ চাওয়ার খবর প্রচার করার পেছনে উদ্দেশ্য কী? বিএফআইইউর এমন পদক্ষেপ সাংবাদিক, আমাদের সংগঠন ও সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা দাবি করছি।'

গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয়।