১০ অক্টোবরের মধ্যে পরীমণির বিরুদ্ধে মামলার প্রতিবেদন জমার নির্দেশ


১০ অক্টোবরের মধ্যে পরীমণির বিরুদ্ধে মামলার প্রতিবেদন জমার নির্দেশ

ছবি : সংগৃহীত

 

আগামী ১০ অক্টোবরের মধ্যে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে পরীমণির গাড়ি ও অন্যান্য জব্দকৃত জিনিসপত্র দ্রুত ফেরত দেয়া যায় কী না, সে বিষয়ে প্রতিবেদন জমাদানের জন্য পুলিশের তদন্তকারী কর্মকর্তাকে আদালত নির্দেশ দিয়েছেন।

১৫ আগস্ট, বুধবার মামলার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার।

এর আগে, পরীমণি আদালতে উপস্থিত হয়ে তার জব্দকৃত গাড়ি ও অন্যান্য জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।

৩১ আগস্ট, মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস পরীমণির জামিন মঞ্জুর করেন। পরদিন সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান চিত্রনায়িকা পরীমণি।

গত ৪ আগস্ট, বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। পরে বনানী থানায় পরীমণির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‍্যাব। এই মামলায় গ্রেপ্তার পরীমণিকে তিন দফায় মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।