যুগান্তর সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি


যুগান্তর সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

ছবি : সংগৃহীত

 

দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকের ওপর হামলায় জড়িত এবং তাদের মদদদাতাদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। ১৩ সেপ্টেম্বর, সোমবার এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন।

এর আগে সাভারে মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভাণ্ডারীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় মতিউরের বাম কান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএফইউজে থেকে এই বিবৃতি প্রদান করা হয়।

বিবৃতিতে বলা হয়, হামলার পর ভুক্তভোগীকে থানায় ৭ ঘণ্টা বসিয়ে রেখে মামলা না নেয়ার ঘটনা সাংবাদিক সমাজের উদ্বেগ ও উৎকণ্ঠাকে বাড়িয়ে দিয়েছে। এতে করে দুর্বৃত্তদের সাথে প্রশাসনের যোগসাজশ থাকার সন্দেহ দৃঢ় করেছে।

সাংবাদিকদের লেখনী নিয়ন্ত্রণে সারা দেশে প্রভাবশালীদের যে অপতৎপরতা চলছে সাভারের ঘটনা তারই ধারাবাহিকতা বলে বিবৃতিতে উল্লেখ করেন বিএফইউজের সাংবাদিক নেতারা