মৃত সাংবাদিকের পরিবারকে ন্যূনতম ৫ লাখ টাকা দেয়ার দাবি


মৃত সাংবাদিকের পরিবারকে ন্যূনতম ৫ লাখ টাকা দেয়ার দাবি

ছবি : সংগৃহীত

 

মৃত সাংবাদিকের পরিবারকে ন্যূনতম ৫ লাখ টাকা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ। ১২ সেপ্টেম্বর, রবিবার জাতীয় প্রেসক্লাবে পালিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

এ ছাড়া বিজ্ঞাপনের অর্থের (১৫% ভ্যাট + ৪% আয়কর) ১৯% বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে জমা করা এবং ট্রাস্টের মাধ্যমে কমপক্ষে প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতার ব্যবস্থা করারও দাবি জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকতা পেশায় অবসর নেই উল্লেখ করে বলেন, বৃদ্ধ বয়সে বা পঙ্গুত্ববরণ করলে সাংবাদিকরা অক্ষম হয়ে পড়েন। সরকারি-বেসরকারি সব পেশায়ই অবসর বা পেনশন ভাতা থাকলেও সাংবাদিকদের জন্য তা নেই। দেশে বিভিন্ন ভাতা প্রথা চালু থাকলেও সাংবাদিকরা কোনো ভাতা পাচ্ছেন না। ফলে সাংবাদিকরা বৃদ্ধ বয়সে অর্থ কষ্টে ভোগেন।

সাংবাদিক নেতারা দাবি করেন, দেশে বর্তমানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংখ্যা বাড়লেও সে তুলনায় প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সাংবাদিকদের সংখ্যা ২০ গুণ কমেছে। যারা কর্মরত তারাও কর্মহীন হওয়ার আতঙ্কে আছেন।

এছাড়াও একজন সাংবাদিক দীর্ঘদিন চাকরি করার পর তাকে প্রতিষ্ঠিত গণমাধ্যমের মালিক খালি হাতে বের করে দেন বলেও অভিযোগ করা হয় পরিষদ থেকে।