সালমান, অক্ষয়, অজয় দেবগন সহ বলিউডের ৩৮ তারকার বিরুদ্ধে মামলা


সালমান, অক্ষয়, অজয় দেবগন সহ বলিউডের ৩৮ তারকার বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

 

ধর্ষণের শিকার এক নারীর নাম প্রকাশের ঘটনায় এবার আইনি ঝামেলায় পড়েছেন ভারতের ৩৮ জন নামী তারকা। তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

ধর্ষণের শিকার মেয়ের নাম প্রকাশের অভিযোগে তাদের বিরুদ্ধে দিল্লির সবজি মান্ডি পুলিশ স্টেশনে সম্প্রতি মামলাটি করেছেন আইনজীবী গৌরব গুলাটি। ।

মামলায় আসামি করা হয়েছে অক্ষয় কুমার, অজয় দেবগন, সালমান খান, রাকুল প্রীত, অনুপম খের, ফারহান আখতার, চার্মি কাউরসহ মোট ৩৮ জন তারকাকে।

মামলার অভিযোগে আইনজীবী গুলাটি বলেন, ‘অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার পরিবর্তে, নামী ভারতীয় তারকারা নৈতিকতা ভুলে ভিকটিমের আসল নাম প্রকাশ করেছেন। যা আইনত অনৈতিক। ধর্ষণের শিকার মেয়ের নাম প্রকাশ করার অপরাধে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আর্জিও জানিয়েছেন এই আইনজীবী।

ছবি : সংগৃহীত

 

ভারতের হায়দারাবাদে ২০১৯ সালে নির্মমভাবে দলবদ্ধ ধর্ষণের পর এক মেয়েকে জীবন্ত দগ্ধের ঘটনা এখনো সবাইকে নাড়া দেয়।

ওই সময়ে চার ধর্ষকের বিচারের দাবিতে রাজপথে নেমেছিলো লাখো জনতা, শিক্ষার্থী থেকে শুরু করে দেশটির সব তারকা।

সেইসব তারকার মধ্য থেকে অনেকে ধর্ষণের শিকার মেয়েটির নাম প্রকাশ করেছিলেন।