বিশ্বের ৪০ জন মোবাইল জার্নালিস্টের তালিকায় ২ বাংলাদেশির নাম


বিশ্বের ৪০ জন মোবাইল জার্নালিস্টের তালিকায় ২ বাংলাদেশির নাম

সাব্বির আহমেদ ও ড. কাবিল খান জামিল। ছবি : সংগৃহীত

 

দিন দিন মোবাইল সাংবাদিকতার জনপ্রিয়তা বাড়ছে। শেষ কয়েক বছরে সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে মোবাইল। অনেক নিউজরুমেরই এখন গুরুত্বপূর্ণ যন্ত্র মোবাইল। একই সাথে অনেকেই ঝুঁকছে মোবাইল জার্নালিজম- মোজোতে।

সম্প্রতি জার্নালিজম ডট কো ডট ইউকে-তে ৪০ জন মোবাইল জার্নালিস্ট প্রশিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে।

ছবি : সংগৃহীত

এর মাঝে দুইজন প্রশিক্ষক বাংলাদেশি। একজন ড. কাবিল খান জামিল। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- ইউল্যাবের শিক্ষক।

অপরজন সাব্বির আহমেদ, তিনি বাংলাদেশ টাইমসে লিড মোবাইল জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন।

তাদের সাথে কথা হয় বিজেসি নিউজের। এসময় সাব্বির আহমেদ জানান, সময়ের চাহিদা অনুযায়ী মোবাইল জার্নালিজম অনেক এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে মেইনস্ট্রিম মিডিয়াগুলোও মোবাইল জার্নালিজমে চলে আসবে বলেও জানান তিনি।

এদিকে, ড. কাবিল খান জামিল বলেন, ‘যাদের সাথে আমার নাম এসেছে তারা সবাই নিজ নিজ জায়গায় সেরা। এরকম প্রশিক্ষক, সাংবাদিকদের সাথে নিজের নাম দেখে সত্যিই ভালো লাগছে’।