‘তালেবানের প্রত্যাবর্তন গণমাধ্যমের স্বাধীনতার সমাপ্তির ইঙ্গিত’


‘তালেবানের প্রত্যাবর্তন গণমাধ্যমের স্বাধীনতার সমাপ্তির ইঙ্গিত’

ছবি : সংগৃহীত

 

তালেবানদের আশ্বাস দেয়া সত্ত্বেও আফগানিস্তানে স্বাধীন গণমাধ্যম সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্যক্তিগত মালিকানাধীন সংবাদমাধ্যমের কয়েকজন সাংবাদিক।

টোলো নেটওয়ার্কের প্রাক্তন এক সাংবাদিক ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ‘আফগানিস্তানের গণমাধ্যমের জন্য এটি একটি অনিশ্চিত ভবিষ্যত’। তালিবান আফগানিস্তান দখল করে নেয়ার আগেই দেশ ত্যাগ করেছিলেন সেই সাংবাদিক।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘গণমাধ্যম গত ২০ বছরে যে স্বাধীনতা ভোগ করছিল, তালেবানের অধীনে, তা আর পাবে না’। আফগান সাংবাদিকদের দুই দশকের অর্জন ‘রাতারাতি অদৃশ্য হয়ে গেছে’ বলেও জানান তিনি।

কাবুল দখলের পর তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, মিডিয়া স্বাধীন থাকবে, যদি তারা ‘ইসলামী নীতি’ অনুযায়ী কাজ করে। কিন্তু, টোলো নেটওয়ার্কের সাংবাদিক বলেন, 'ইসলামিক কাঠামো' বলতে কী বোঝায় তা নির্দিষ্ট করে বলেনি তালেবান।

নব্বইয়ের দশকে তালেবান শাসনের সময়, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও চ্যানেল ছাড়া আর কোনো সম্প্রচার মাধ্যমকে অনুমতি দেয়া হয়নি।