করোনা টিকা নেয়ার ৩ সপ্তাহ পর বিবিসি সাংবাদিকের মৃত্যু


করোনা টিকা নেয়ার ৩ সপ্তাহ পর বিবিসি সাংবাদিকের মৃত্যু

বিবিসির উপস্থাপক লিসা শ (ছবি : সংগৃহীত)

 

করোনার টিকা নেয়ার তিন সপ্তাহ পর বিবিসির উপস্থাপক লিসা শ মস্তিস্কে রক্ত জমাট বেঁধে মারা গেছেন। ব্রিটিশ গণমাধ্যমের কাজ করা লিসার বয়স ছিলো ৪৪ বছর। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা গ্রহণ করেছিলেন তিনি। 

২৬ আগস্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

লিসা শ বিবিসি রেডিওর নিউক্যাসেলে কাজ করতেন। গত ২৯ এপ্রিল ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পর তার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়। এরপর তাকে উত্তর ডারহামের ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মস্তিকের উন্নত চিকিৎসার জন্য তাকে রয়েল ভিক্টোরিয়া ইনফার্মারিতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ মে মারা যান তিনি। 

লিসার চিকিৎসক জানান, চিকিৎসা চলাকালে লিসা বলছিলেন তার চোখের পেছনে ও পুরো কপাল জুড়ে ছুরির আঘাতের মত মারাত্মক মাথা ব্যাথা করছে। 

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কারেন ডিল্কস জানান, শুনেছি লিসার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে মারাত্মক স্ট্রোক করেছিলেন। 

মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানিয়েছে, এরকম ঘটনার হার প্রতি ১৫ মিলিয়নে একটি।

যুক্তরাজ্যের মেডিকেল ওয়াচডগের মতে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৫০ মিলিয়ন ডোজের মধ্যে এখন পর্যন্ত ৪১৭ জনের রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে।

ভ্যাকসিন প্রয়োগের পর বিভিন্ন জটিলতায় এখন পর্যন্ত প্রায় ৭২ জন ব্রিটিশ নাগরিক মারা গেছেন।

তরুণদের মধ্যে এই জমাট বাঁধার হার বেশি উল্লেখ করে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৪০ বছরের কম বয়সী সবাইকে ফাইজার বা মর্ডানার ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছেন।