নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণ করেছে সম্পাদক পরিষদ


নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণ করেছে সম্পাদক পরিষদ

কিছুদিন আগেই সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগপত্র জমা দেন নঈম নিজাম। ২৬ আগস্ট বুধবার বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের দেয়া পদত্যাগপত্র গ্রহণ করেছে সম্পাদক পরিষদ। একই সাথে বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। সম্পাদক পরিষদের শেষ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সই করা বিবৃতিতে বলা হয়, পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সহ সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সম্পাদক পরিষদ এবং পরিষদের সভাপতির বিরুদ্ধে নঈম নিজামের করা বিভিন্ন অভিযোগ সভা থেকে প্রত্যাখ্যান করা হয়। সবার ঐকমত্যের ভিত্তিতে সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত নেয়া হয় বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার–এর সম্পাদক মাহফুজ আনাম, দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড–এর সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইত্তেফাক–এর সম্পাদক তাসমিমা হোসেন, মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শাহ হোসেন ইমাম, নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, যুগান্তর-এর সম্পাদক সাইফুল আলম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক, দেশ রূপান্তর–এর সম্পাদক অমিত হাবিব, দ্য ইনডিপেনডেন্ট–এর সম্পাদক এম শামসুর রহমান, দ্য ঢাকা ট্রিবিউন–এর সম্পাদক জাফর সোবহান, সমকাল–এর ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।