পরীমণি ও সাকলায়েনের ভিডিও অপসারণে হাইকোর্টে রিট


পরীমণি ও সাকলায়েনের ভিডিও অপসারণে হাইকোর্টে রিট

ছবি : সংগৃহীত

 

চিত্রনায়িকা পরীমণি ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন শিথিলের ভাইরাল হওয়া ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ওই ঘটনা সংক্রান্ত সকল প্রতিবেদন সরানোরও নির্দেশনা চাওয়া হয় ওই রিটে।

রিটে বিবাদী করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)চেয়ারম্যান, তথ্য সচিব ও টেলিকমিউনিকেশন সচিবকে।

২৫ আগস্ট, বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দয়ের করেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হবে।

ওই রিটে কারও ব্যক্তিগত চরিত্রহরণ করে এমন কোনো আপত্তিজনক ভিডিও বা ছবি প্রকাশে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে সাকলায়েনের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুজন দুজনকে কেক কেটে খাইয়ে দেয়াসহ অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়।