‘সাংবাদিকতা এখন বিরাট চ্যালেঞ্জের মুখে’


‘সাংবাদিকতা এখন বিরাট চ্যালেঞ্জের মুখে’

ছবি : সংগৃহীত

‘সাংবাদিকতা এখন বিরাট চ্যালেঞ্জের মুখে’ সাংবাদিকতা এখন বিরাট চ্যালেঞ্জের মুখে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুস শহিদের স্মরণসভায় সাংবাদিক নেতারা একথা বলেছেন। এছাড়াও তারা বলেন, ‘বাকস্বাধীনতা নিয়ে আজ লেখক, সাংবাদিকরা চরম সংকটে আছেন। তারা এখন কথা বলতে গেলেও ভেবেচিন্তে বলছেন’।

২৪ আগস্ট, মঙ্গলবার ডিইউজের সাবেক সভাপতি, এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। এসময় তারা বলেন, ‘পরিস্থিতির কারণে শুধু গণমাধ্যমই নয়, নাগরিকরাও নিজেরাই নিজেদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করছে। কোনো কিছু বললে বা লিখলে তা সরকারের বিরুদ্ধে যায় কি না, প্রভাবশালীদের বিরুদ্ধে যায় কি না, এসবই এখন বড় সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে’।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘আবদুস শহিদ অন্যায়ের বিরুদ্ধে সবসময় অকপটে সত্য বলতে পারতেন। মেরুদণ্ড সোজা করে হাঁটার মতো সাংবাদিক কমই আছেন, আব্দুস শহিদ তেমন এক ব্যক্তি ছিলেন’।

এছাড়াও স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেয়া অন্য সাংবাদিক নেতারা বলেন, দেশে ডিজিটাল নিরাপত্তা নামে যে আইন রয়েছে, সেটি মানুষের বাক স্বাধীনতার ক্ষেত্রে এক মুর্তিমান আতংকে পরিণত হয়েছে’৷