দেশ ছাড়লেন আফগান নির্মাতা শাহরবানু সাদাত


দেশ ছাড়লেন আফগান নির্মাতা শাহরবানু সাদাত

প্রসিদ্ধ আফগান নির্মাতা শাহরবানু সাদাত (ছবি : সংগৃহীত)

 

আফগানিস্তান ছেড়েছেন প্রসিদ্ধ নির্মাতা শাহরবানু সাদাত। সাথে তার পরিবারের সদস্যরাও তার সাথে আফগানিস্তান ছেড়েছে। প্রযোজক কাটজা আদোমেইত বিষয়টি নিশ্চিত করেছেন।

আদোমেইত ফিল্মের প্রধান নির্বাহী কর্মকর্তা আদোমেইত জানান, ভিড়ের কারণে পরিবারের নয় সদস্য সহ নিরাপদে তালেবান চেক পয়েন্ট পার হতে পেরেছেন সাদাত। বর্তমানে তিনি আবুধাবিতে আছেন। তার যাতায়াতের খরচ বহন করছে ফ্রান্স সরকার। শিগগিরি ইউরোপের বিমান ধরবেন তিনি।

আফগানিস্তানে তালেবান দখলে যাওয়ার পর হলিউডে এক সাক্ষাৎকারে শাহরবানু সাদাত তার উৎকণ্ঠার কথা জানান।

শাহরবানু বলেন, ‘আমি যদি এই যাত্রায় বেঁচে যাই, তাহলে এই ঘটনাগুলো নিয়ে সিনেমা তৈরি করবো। আমার সিনেমা বদলে যাবে চিরদিনের জন্য। আমার নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচতে পারলে এখন যা দেখছি সেগুলো সিনেমায় তুলে ধরতে পারবো, পৃথিবীকে জানাতে পারবো।’

আফগানিস্তানের যেকজন জনপ্রিয় নির্মাতা আছেন তাদের মধ্যে শাহরবানু সাদাত অন্যতম। ২০১৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘উলফ অ্যান্ড শিপ’ ছবির জন্য ‘ডিরেক্টরর্স ফোর্টনাইট’ পুরস্কার জিতেছিলেন তিনি। এটি ছিল তার প্রথম ফিচার ছবি। তিন বছর পরে ‘দ্য অরফানেজ’-এর জন্য আবারো ‘ডিরেক্টরর্স ফোর্টনাইট’ পুরস্কার জিতেছিলেন শাহরবানু সাদাত।