সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

সময় টিভির পাবনা প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।

২৩ আগস্ট, সোমবার আটঘরিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

সৈকতের বিরুদ্ধে ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ উল্লেখ করে মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আটঘরিয়া প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোনায়েম খানসহ আরও অনেকে।

গত ৯ জুন  ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ও ২৯ ধারায় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন পাবনা-২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু।

সৈকত আফরোজ আসাদ সময় টিভি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি এবং স্থানীয় পাবনা মেইল টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।