নারীর ছবি মুছে ফেলা হচ্ছে আফগানিস্তানে


নারীর ছবি মুছে ফেলা হচ্ছে আফগানিস্তানে

 

প্রায় দুই দশক পর পুনরায় আফগানিস্তান দখল করেছেন তালেবানরা। দখলের পর এবার রাজধানী কাবুলের দেয়ালে থাকা নারীদের ছবি মুছে ফেলছে তারা।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনের সময় নারীদের শিক্ষা এবং চাকরির অধিকার ছিল না। তালেবান ক্ষমতায় ফিরে আসায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন আফগানিস্তানের সাধারণ নাগরিকরা। টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে তালেবানের পতন হলে পার্লারে নারীরা মেক-আপ এবং ম্যানিকিউরের ব্যবসা শুরু করেন। সম্প্রতি সে ব্যবসাও হুমকির মুখে পড়েছে।

তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই পার্লারগুলোতে নারীদের হাস্যোজ্জ্বল বিয়ের ছবি মুছে ফেলা শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তালেবানদের নির্দেশেই এসব মুছে ফেলছেন বিউটি পার্লারের মালিকরা।

বার্তাসংস্থা এএফপিকে কাবুলের এক বিউটি পার্লারের মালিক জানিয়েছেন, তালেবান পরিপূর্ণ ক্ষমতা গ্রহণ করলে নারীদের যে স্বাধীনতা আছে তা আর থাকবে না।

এএফপি বলছে, কাবুলে তালেবানের যোদ্ধারা বিউটি পার্লারের বাইরে দেওয়ালে নারীদের ছবি কালো কালি দিয়ে ঢেকে দিচ্ছে।