ভারতে সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, দুই সাংবাদিক গ্রেপ্তার


ভারতে সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, দুই সাংবাদিক গ্রেপ্তার

 

ভারতের বিহারে এক সাংবাদিকের পঁচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের একটি টিভি চ্যানেলের সাংবাদিক মনীশ কুমার সিং। ঘটনার তিনদিন আগে মাথলোহারে এক অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। তারপর থেকেই নিখোঁজ। নিখোঁজ হবার আগে দুই সাংবাদিক বন্ধুর সাথে ছবি তুলতে দেখা যায় তাকে।

খোঁজ না পেয়ে চম্পারন জেলার আরেরাজ থানায় অভিযোগ দায়ের করে মনীশের পরিবার। সন্দেহভাজনের তালিকাভুক্ত করা হয় শেষবার মনীশের সাথে ছবি তোলা দুই সাংবাদিক অমরেন্দ্র ও আসলাজ আলমকে।

পরে বুধবার বিহারের মাথলোহার গাড্ডি তলা এলাকায় মনীশের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের সূত্র জানায়, ধানের জমিতে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, হত্যাকারীরা মনীশের দুই চোখ নষ্ট করে দিয়েছে।

নিহত মনীশ কুমার সিংয়ের বাবা সঞ্জয় কুমার সিংও একজন সাংবাদিক। বিহারের একটি হিন্দি পত্রিকার সম্পাদক তিনি।