ঝালকাঠিতে সাংবাদিক আক্কাস সিকদারের বিরুদ্ধে আরো মামলা


ঝালকাঠিতে সাংবাদিক আক্কাস সিকদারের বিরুদ্ধে আরো মামলা

 

ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আক্কাস সিকদারের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়েছে।

মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে ৫ আগস্ট বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ঝালকাঠি যুব মহিলা লীগের সহসভাপতি ফাতেমা শরীফ। ৭ আগস্ট, শনিবার এ তথ্য জানান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, ৩ আগস্ট বরিশালের সদর রোড সিটি কলেজের সামনে ফাতেমা শরীফকে মারধর ও শ্লীলতাহানি করেন আক্কাস সিকদার ও তার সহযোগীরা । এর আগে গত ২৮ জুলাই সরকারের দুই মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় আক্কাস সিকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঝালকাঠি থানায় একটি মামলা হয়। সেদিনই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত প্রতিবাদ জানানো হয়। এরপর থেকে আক্কাস সিকদার পলাতক।

গত ১ আগস্ট ঝালকাঠি প্রেসক্লাবের এক জরুরি সভায় সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।