একুশে টেলিভিশনের কর্মী রিফাত রাজ্জাকের মৃত্যু


একুশে টেলিভিশনের কর্মী রিফাত রাজ্জাকের মৃত্যু

 

একুশে টেলিভিশনের ফ্রন্টডেস্ক এক্সিকিউটিভ রিফাত রাজ্জাক মারা গেছেন। ৬ আগস্ট, শুক্রবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা যান তিনি। রিফাত প্রসবকালীন জটিলতায় মারা যান বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রিফাত রাজ্জাকের স্বামী শাহ মো. আনোয়ারুল আমিন সেতু জানান, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান প্রসবজনিত সমস্যায় তাকে ২২ জুলাই রাত সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তার চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রিফাত রাজ্জাকের গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। রিফাত রাজ্জাক তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার বড়। ৩ বছর আগে তার বিয়ে হয়। তার শ্বশুরবাড়ীও পিরোজপুরের স্বরূপকাঠিতেই। স্বামী শাহ মো. আনোয়ারুল আমিন সেতুর সঙ্গে রাজধানীর মিরপুর ১৪ তে থাকতেন রিফাত। স্বামী শাহ মো. আনোয়ারুল বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বিয়ের ৩ বছর পর এটিই ছিল তাদের প্রথম সন্তান।

রিফাত রাজ্জাকের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে একুশে টেলিভিশন।