আফগানিস্তানে তালেবান গোষ্ঠির হত্যাকাণ্ড


আফগানিস্তানে তালেবান গোষ্ঠির হত্যাকাণ্ড

 

আফগানিস্তানে সরকারের প্রধান গণমাধ্যম ও তথ্য কর্মকর্তাকে হত্যা করেছে সশস্ত্র সরকার বিরোধী গোষ্ঠী তালেবান। নিহত ব্যক্তির নাম দাওয়া খান মিনাপাল। 

আফগান সরকারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। ৬ আগস্ট শুক্রবার, সংবাদমাধ্যম আলজাজিরায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

হত্যার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে তাকে হত্যা করে তালেবানরা। 

এরআগেই তালেবানের পক্ষ থেকে গুপ্তহত্যার হুঁশিয়ারি দেয়া হয়েছিল। আফগান বিমান হামলায় বিপর্যস্ত তালেবান গোষ্ঠী প্রতিশোধ নিতে এই গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। 

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বর্বর সন্ত্রাসীরা কাপুরুষের মতো একজন দেশপ্রেমিক আফগানের জীবন কেড়ে নিয়েছে। এর আগে মিনাপাল আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র হিসেবে কাজ করেছেন। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মির্বাইস স্ট্যানিকজাই জানান, মিনাপাল একজন স্বনামধন্য সাংবাদিক ছিলেন।