অডিও রেকর্ড ফাঁস, মিশরে আল জাজিরার সাংবাদিক আটক


অডিও রেকর্ড ফাঁস, মিশরে আল জাজিরার সাংবাদিক আটক

মিশরের কায়রো বিমানবন্দর থেকে আল জাজিরার একজন সাংবাদিককে আটক করা হয়েছে। তাকে মিশরীয় নিরাপত্তা বাহিনী আটক করেছে বলে জানিয়েছে মিডল ইস্টের কয়েকটি গণমাধ্যম।

১ আগস্ট, রবিবার দোহা থেকে পারিবারিক সফর শেষে ফিরে আসার পরই সাংবাদিক রবি আল-শেখকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিক আল-শেখ আল জাজিরা মুবাশ্বের চ্যানেলের প্রযোজক, যা দোহা থেকে সম্প্রচার করা হয়।

একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার কয়েক দিন পরেই তাকে গ্রেপ্তার করা হলো। সেই অডিওতে তিনি একজন মিশরীয় কলামিস্টকে ইথিওপিয়ান বাঁধ সংকট সম্পর্কে সরাসরি সাক্ষাৎকারে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

রেনেসাঁ বাঁধ মিশরের একটি স্পর্শকাতর বিষয় এবং এই ঘটনায় নাগরিকরা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আলোচনার অপব্যবহারের জন্য সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন।

এর আগে ২০১৪ সালে আল জাজিরার লাইসেন্স বাতিল করা হয়েছিল এবং কার্যালয়ে অভিযান চালানো হয়েছিল।