ভারতে টিভি চ্যানেলে ঢাল, তলোয়ার নিয়ে হামলা


ভারতে টিভি চ্যানেলে ঢাল, তলোয়ার নিয়ে হামলা

 

ঢাল, তলোয়ার নিয়ে ভারতের চেন্নাইয়ে সাথিয়াম টিভি চ্যানেলের অফিসে হামলা করেছেন এক ব্যক্তি। ৩ আগস্ট, মঙ্গলবার অদ্ভুত এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চানেলটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজেশ কুমার নামে এক ব্যক্তি গিটারের ব্যাগের ভেতরে ঢাল, তলোয়ার নিয়ে গাড়ি পার্কিংয়ের পথ দিয়ে টেলিভিশনটির অফিসে ঢোকে। তারপর ঢাল, তলোয়ার বের করে অফিসে হামলা চালায় এবং যন্ত্রপাতি ভাঙচুর করে।

হামলার কারণ জানেন না উল্লেখ করে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ইসাক লিভিংস্টোন জানান, তারা কোন ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রচার করেননি। তবে রাজেশ তাকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

হামলার বিষয়ে চেন্নাই পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রয়াপুরান পুলিশ স্টেশনের এক সদস্য বলেন, এ ঘটনার তদন্ত চলছে।

এদিকে, হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চেন্নাই প্রেসক্লাব। এ ঘটনায় সাংবাদিকদের ও তাদের অফিসের নিরাপত্তায় আইন তৈরির জন্য তামিলনাড়ু সরকারের কাছে আবদেন জানিয়েছেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ভরথি।