জামালপুরে ভুয়া পরিচয়ে চাঁদাবাজির সময় কথিত দুই সাংবাদিক গ্রেপ্তার


জামালপুরে ভুয়া পরিচয়ে চাঁদাবাজির সময় কথিত দুই সাংবাদিক গ্রেপ্তার

 

ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় আব্দুল হাকিম মণ্ডল ও হেলাল উদ্দিন নামে দুইজনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। ২ আগস্ট, সোমবার জামালপুরের ইসলামপুর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ইসলামপুরের তারতাপাড়া গ্রামে ঋষিপট্রিতে আটক দুই ব্যক্তি এক নারীর কাছে ডিবি পরিচয়ে ৫হাজার টাকার চাঁদা দাবি করেন। এ নিয়ে ঐ নারীর সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় তাদের সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

আটকের সময় তাদের কাছ থেকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আঞ্চলিক পত্রিকা দৈনিক নবতানের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা আতিকুজ্জামান জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে কখনো সাংবাদিক, কখনো ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ আছে।

ইসলামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে, তদন্ত হবে। আরো কেও জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।