মাল্টার সাংবাদিক হত্যা তদন্তে রাষ্ট্রের গাফিলতি


মাল্টার  সাংবাদিক হত্যা তদন্তে রাষ্ট্রের গাফিলতি

মাল্টার অনুসন্ধানী সাংবাদিক ডাফনি কারুয়ানা গালিজা হত্যাকাণ্ডে রাষ্ট্রের গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র রিপোর্টারের জীবনের ঝুঁকি শনাক্ত করতে এবং সেই ঝুঁকি দূর করতে ব্যর্থ হয়েছে।

গাড়ি বোমা হামলায় ২০১৭ সালে গালিজা নিহত হন। বাড়ি থেকে বের হওয়ার পর পথে তার গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেসময় তিনি দেশটির সরকারের দুর্নীতির তদন্ত করছিলেন।

ঐ হত্যাকান্ডের পর, তৎকালীন প্রধানমন্ত্রী জোসেফ মুসকাটের নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্তে তার ঘনিষ্ঠ সহযোগীর সম্পৃক্ততা পাওয়ায় তিনি পদত্যাগ করেন।

বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং উচ্চ-পর্যায়ের দুর্নীতির তীব্র সমালোচক ছিলেন গালিজার ব্লগ। এছাড়াও মাল্টায় জনপ্রিয়ও ছিলেন তিনি।