ভারতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিত


ভারতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিত

ভারতের অনন্তনাগ জেলায় জম্মু ও কাশ্মীরের পুলিশের হাতে সাংবাদিক মারধর ও লাঞ্চনার অভিযোগ উঠেছে। লাঞ্চনার শিকার সেই সাংবাদিকের নাম আকাশ হাসান। তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট।

বাসায় ফেরার সময় তিনি পুলিশের মারধরের শিকার হন।

এক টুইটার পোস্টে তিনি লিখেন, "জাহিদ নামে একজন উপ-পরিদর্শক এবং তার এক পিএসও আমার গাড়ির সামনে এসে প্রথমে থাপ্পড় দেয় ও পরে লাঠি দিয়ে আমাকে মারধর করে।"

এ বিষয়ে পিডিপি সভাপতি মেহবুবা মুফতি বলেন, জম্মু ও কাশ্মীরের পুলিশ অফিসারদের দ্বারা সাংবাদিকদের লাঞ্ছনার ঘটনা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

এক টুইট বার্তায় মেহবুবা বলেছেন, "তারা এ বিষয়টি খুব ভাল করে জেনেও এমন কাজ করেছে। আমরা আশাবাদী আইজি বিজয় কুমার জে আই অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।"

পুলিশ জানিয়েছে যে তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনাটি গভীর ভাবে খতিয়ে দেখা হচ্ছে।