সাংবাদিকদের ধমকালেন প্রেসিডেন্ট !


সাংবাদিকদের ধমকালেন প্রেসিডেন্ট !

এবার খোদ প্রেসিডেন্টের রোষানলে পড়লেন সাংবাদিকরা। ঘটনা ব্রাজিলের। করোনায় বিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বোলসোরানো  সাংবাদিকদের ওপর ক্ষেপে গিয়ে ধমক দেন। মে মাসের প্রথম দিকে পুলিশ প্রধানকে বরখাস্ত করার কারণ জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে প্রেসিডেন্ট ধমক দিয়ে বলেন, ‘শাট আপ!’

দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়,ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোরানো প্রায় নিয়মিত সাংবাদিকদের অপমান করেন । গণমাধ্যম কর্মীদের সাথে হুমকির সুরে কথা বলতেও শোনা গেছে তাকে।

ব্রাজিলে এমনিতেই কাজ করতে গিয়ে নানা ধরনের চাপ ও হামলার শিকার হন সাংবাদিকরা। তাদের সুরক্ষা নিয়ে পুলিশের যেমন কোনো মাথাব্যথা নেই, তেমনি সেখানে সরকারি বাহিনীর সমালোচনা করলেই নানাভাবে হেনস্থার শিকার হন তারা।

অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহে প্রেসিডেন্ট  ভবনে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের নানাভাবে নাজেহাল হতে হয়। প্রতিবাদে গত ২৫ মে ব্রাজিলের প্রথম সারির সব সংবাদমাধ্যম প্রেসিডেন্ট ভবনের সামনে গিয়ে আর কাজ না করার সিদ্ধান্ত নেয়।

সংবাদকর্মীদের অভিযোগ, সেখানে গেলে প্রেসিডেন্টের সমর্থকরা তাদের হয়রানি করেন। সাংবাদিকদের রক্ষায় নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন নি।

এর আগে, মার্চ মাসে কিছু প্রেসিডেন্টের কিছু সমর্থক অভিযোগ করেন, ‘সাংবাদিকরা জনগণকে প্রেসিডেন্টের মুখোমুখি দাঁড় করাচ্ছেন’। প্রেসিডেন্ট বোলসারানো সমর্থকদের  এই মতে সায় দিয়েছিলেন।