সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা


সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর প্রদেশে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রামমন্দির ট্রাস্ট্রের সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনার পর পরই সে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক বিনীত নারাইন এবং আরও দুইজনের বিরুদ্ধে ১৮টি চার্জ দাখিল করেছে উত্তর প্রদেশ পুলিশ।

রাম মন্দির ট্রাস্টের সচিব চম্পত রাইয়ের ভাই সঞ্জয় বনসল ভিআইপি নেতার নামে মিথ্যা অভিযোগ আনার কারণে তিনজনের নামে এফআইআর করেন। তার দাবি এ ঘটনায় দেশের কোটি হিন্দু ধর্মাবলম্বীর ভাবাবেগে আঘাত দেয়া হয়েছে।

অলকা লাহোতি নামক এক ব্যবসায়ীর গোশালার ২০ হাজার বর্গমিটার জমি দখল করতে রামমন্দির ট্রাস্টের সচিব চম্পত রাই তার ভাইদের সাহায্য করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সাংবাদিক বিনীত নারাইন। এর পরপরই তার বিরুদ্ধে মামলাটি করা হয়।