করোনাভাইরাস শনাক্তে শুরু হল অ্যান্টিজেন পরীক্ষা


করোনাভাইরাস শনাক্তে শুরু হল অ্যান্টিজেন পরীক্ষা

ছবি-সংগৃহীত

দ্রুততম সময়ে করোনাভাইরাস শনাক্তের জন্য দেশে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হল। 
আজ ৫ ডিসেম্বর, ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রাথমিকভাবে দেশের ১০ জেলা- গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, অ্যান্টিজেন পরীক্ষা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করা হবে। অ্যান্টিজেন পরীক্ষায় কোনো ব্যক্তির যদি নেগেটিভ ফলাফল আসে, তাহলে তাকে আবার আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।

সংক্রমণ শনাক্তে ‘রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন’ বা আরটি-পিসিআর পদ্ধতি বিশ্বে সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত। বাংলাদেশে ৯ মাস আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই পদ্ধতিতেই পরীক্ষা করা হচ্ছে। 

তবে এই পদ্ধতিতে নমুনা সংগ্রহের পর ফল পেতে বেশ সময় লেগে যায়, খরচও বেশি। তাছাড়া সব জায়গায় এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরিও নেই। সেই কারণেই সময় ও ব্যয় সাশ্রয়ী অ্যান্টিজেন পরীক্ষার এই উদ্যোগ। এই পরীক্ষার জন্যও নাক বা মুখ গহ্বর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

প্রাথমিকভাবে বিনামূল্যে অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে এই পরীক্ষার ফল পাওয়া যাবে।