সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকসহ ১০ জনের উপর হামলা


সিরাজগঞ্জের তাড়াশে সাংবাদিকসহ ১০ জনের উপর হামলা

সিরাজগঞ্জের তাড়াশে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ নেতা ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ২৪এপ্রিল, শনিবার উপজেলার তাড়াশ মাদ্রাসা রোডে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত এই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার মাদ্রাসা রোড এলাকায় সাজ্জাদ নামের এক যুবককে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে মানা করেন সাগর আহমেদ নামের আরেক যুবক। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এই ঘটনার জেরে রাতে স্থানীয় জামায়াত বিএনপি নেতারা সাগরের উপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অন্যরা বাঁধা দিতে গেলে তাদের উপরও হামলা হয়। এতে আকাশ ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মামুনসহ অন্তত ১০ জন আহত হয়। ঘটনার রাতেই ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বড় ভাই সোহেল রানা বাদী হয়ে ৭জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ হাবিব জানান, মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আব্দুল হাই, পলাশ ও আলভী নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে