র্যাকের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
০২ ডিসেম্বর ২০২০, ০৮:০৯ পিএম
রিপোর্টার্স এগেইনেস্ট করাপশন র্যাক-এর ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
মঙ্গলবার, ১ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন, দুদকের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। সংগঠনটির নতুন নির্বাচিত সভাপতি গাজী টিভির সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার আহমেদ ফয়েজকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি ও র্যাকের সিনিয়র সদস্য রফিকুল ইসলাম আজাদ। এছাড়া র্যাকের সিনিয়র সদস্য ওয়াকিল আহমেদ হিরণ ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুগান্তরের সিনিয়র সাংবাদিক মিজান মালিক।
১৩ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত র্যাকের বার্ষিক সাধারণসভা (এজিএম) শেষে সদস্যদের সরাসরি ভোটে সংগঠনের ২১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়। ওইদিন উৎসবমুখর পরিবেশে এ সংগঠনের ৭৩ জন সদস্যের মধ্যে ৭১ জন নির্বাচনে ভোট দেন।
২১ সদস্যের কমিটিতে যারা আছেন:
র্যাকের নতুন কমিটির সভাপতি গাজী টিভির সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার আহমেদ ফয়েজ, সিনিয়র সহ সভাপতি দূরবীণ নিউজ টোয়েন্টি ফোর ডটকমের আবুল কাশেম, সহ সভাপতি এটিএন নিউজের তাওহীদ সৌরভ। এছাড়া, এটিএন বাংলার মাহবুব কবির চপল, ৭১ টিভির জেমসন মাহবুব, বাংলাদেশ টুডের সাফি উদ্দিন আহেমদ, বিডিনিউজ টোয়েন্টিফোরের তাবারুল হক, বৈশাখী টিভির তাসলিমুল হক তৌহিদ, বনিক বার্তার জেসমিন মলি, আরটিভির আতিকা রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ।
নতুন এ কমিটির কার্যনির্বাহী ৭ জন সদস্য হলেন- দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ, এনটিভির শফিক শাহীন, বাংলাদেশ প্রতিদিনের মোস্তফা কাজল, আলোকিত বাংলাদেশের মতলু মল্লিক, নবরাজের রফিকুজ্জামান, আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু এবং মানব জমিনের মারূফ কিবরিয়া।