আবারো সাংবাদিকের উপর হেফাজতের হামলা


আবারো সাংবাদিকের উপর হেফাজতের হামলা

নারায়ণগঞ্জে স্থানীয় এক সাংবাদিকের বাড়ীতে হামলা চালিয়েছে হেফাজত ইসলামের কর্মীরা। সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্ট-কাণ্ডের তথ্য সংগ্রহ করতে যাওয়ায় হামলা চালানো হয়। সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর ভান্টি চর এলাকায় ৫ এপ্রিল সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হাবিবুর রহমান ‘চ্যানেল এস’ নামের একটি বেসরকারি সংবাদমাধ্যমের সোনারগাঁ প্রতিনিধি।

পরিবার থেকে জানা যায়, রাত নয়টার দিকে হেফাজতের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়ার কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়। এতে দেখা যায়, হেফাজতের নেতা-কর্মীরা হাবিবকে মারধর করে এবং ফেসবুকে মামুনুলের কাছে ক্ষমা চাইতে বলেন।

সোনারগাঁ থানার পরিদর্শক তবিদুর রহমান জানান, হাবিবকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।